Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

তরী'র শিশুদেরকে জাবি প্রেসক্লাবের উপহার

অক্টোবর ২৪, ২০২১, ০৫:১০ এএম


তরী'র শিশুদেরকে জাবি প্রেসক্লাবের উপহার

করোনা পরবর্তী তরী'র প্রথম ক্লাসে সুবিধাবঞ্চিত শিশুদেরকে উপহার দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শনিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন তরী চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এসময় ত্রিশজন শিশু উপস্থিত ছিলো।

তরী'র সভাপতি আস সাদিক মিতুলের কাছে এই উপহার সামগ্রী তুলে দেন-জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। উপহার সামগ্রীর মধ্যে ছিলো মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট।

করোনা পরবর্তী প্রথম দিন শিশুদের চকলেট ও মাস্ক দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিশুদের সচেতন করেন তরী'র স্বেচ্ছাসেবী সদস্যরা।

এসময় জাবি প্রেসক্লাবের সহ-সভাপতি ইমন মাহমুদ, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সদস্য নোমান বিন হারুন, খালেদ জুবায়ের শাবাব, তরী'র সাবেক সভাপতি জাকিউল ইসলাম, সহ সভাপতি আবু আজাদসহ তরী'র সদস্যরা।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তরী সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করে। 'আলোর পথে আমরা' এই স্লোগানকে ধারণ করে ২০০৮ সালে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে।

আমারসংবাদ/এআই