Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কুবি কেন্দ্রে 'খ' ইউনিটের পরীক্ষা শুরু

কুবি প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২১, ০৬:২০ এএম


কুবি কেন্দ্রে 'খ' ইউনিটের পরীক্ষা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ শ্রেণিতে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) বেলা ১২ টায় ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে দেশের ২০ টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা। 

এবং কুবি ক্যাম্পাসে 'খ' ইউনিটে জন্য ২৫০৫ জন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে এসেছেন পরীক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে মোট ২২ হাজার ১৩ টি আসন রয়েছে। যার বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। 

এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট সাত হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পাশাপাশি প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন শিক্ষার্থী।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের আহ্বায়ক এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, আমরা এখন পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি সমস্যা ছাড়াই শেষ করতে পারবো। 

আমারসংবাদ/এআই