Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বিএইচবিএফসি’র আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:৫০ এএম


বিএইচবিএফসি’র আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদ্যাপন

বিনম্র শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন।

বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। 

এছাড়া বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সদর দপ্তরে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিএইচবিএফসি’র বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পরিষদ, অফিসার কল্যাণ সমিতি এবং জোনাল অফিস-ঢাকা উত্তর ও দক্ষিণ এবং এর আওতাধীন সকল রিজিওনাল ও শাখা অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা স্ব-স্ব ম্যানেজারদের নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

ব্যবস্থাপনা পরিচালক জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার মঙ্গল ও উন্নয়নের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।

আমারসংবাদ/জেডআই