Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

গণপরিবহনে হাফ ভাড়া সব শিক্ষার্থীর জন্য নয়

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২১, ০৭:০৫ এএম


গণপরিবহনে হাফ ভাড়া সব শিক্ষার্থীর জন্য নয়

১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হবে। তবে সব শিক্ষার্থীর জন্য নয়, শুধু ঢাকার শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হবে। 
 
মঙ্গলবার (৩০ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। তবে এই ভাড়া সব শিক্ষার্থীর জন্য নয়।  শুধু ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরে সবাইকে দিতে হবে ফুল ভাড়া।

তিনি আরও বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দেয়া যাবে। তবে ছুটির দিনে হাফ ভাড়া দেয়া যাবে না। ভ্রমণকালে বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। এছাড়া বাকি শর্তগুলোর বিআরটিসি বাসের দেওয়া শর্তগুলোর মতোই।

আমারসংবাদ/এআই