Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

রাজধানীতে শিক্ষার্থীদের প্রতীকী কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৫, ২০২১, ০৮:২০ এএম


রাজধানীতে শিক্ষার্থীদের প্রতীকী কফিন মিছিল

নিরাপদ সড়ক ও বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে আইন পাসের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে একদল শিক্ষার্থী। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে শাহবাগ মোড়ে থেকে কফিন মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

এর আগে প্রতীকী কফিন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা । সেখানে তাদের অবস্থান না নিতে পুলিশ অনুরোধ করলে কফিন নিয়ে তারা মিছিল শুরু করেন। পরে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এরপর তারা আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে মোবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের আয়োজনের কর্মসূচি ঘোষণা করেন।

শাহবাগ থানার ওসি শেখ মো কামরুজ্জামান বলেন, যান চলাচল ব্যাহত হয় এরকম কোনো কাজ তাদের করতে দেওয়া হবে না। প্রয়োজনে যান চলাচল ব্যাহত না হয় এমন কোনো স্থানে দাঁড়িয়ে তারা তাদের প্রোগ্রাম সম্পন্ন করবে। মিছিল নিয়ে তারা রাস্তায় হাঁটলেও যান চলাচল ব্যাহত হবে। তাই আমরা তাদের এটিও করতে দেব না।

আমারসংবাদ/এমএস