Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪,

পাবনায় ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

জুন ২৪, ২০২৪, ০৯:৪৬ এএম


পাবনায় ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মো. জীম (১০) নামের এক শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় ড্রামট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বটতলার খা পাড়ার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত জিম পাবনা পৌরসভার বাদুরপুর এলাকার মো. ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কয়ারের অ্যাস্ট্রাসের খেলার মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল জিম। এ সময় একটি বেপরোয়া গতির ড্রামট্রাক তাকে চাপা দায়। ট্রাকের চাকায় শিশুটির মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ড্রামট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!