Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ মে, ২০২২, ৪ জ্যৈষ্ঠ ১৪২৯

বিপিএল’র চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০৭:৫৫ এএম


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল ২০২২) অষ্টম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। আসছে ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। দিনের খেলা শুক্রবারে শুরু হবে দুপুর দেড়টা থেকে, সপ্তাহের বাকি দিনগুলোতে ম্যাচ শুরু হবে সাড়ে ১২টা থেকে। রাতের ম্যাচ শুক্রবারে শুরু হবে সাড়ে ৬টায়, সপ্তাহের বাকি দিনগুলোতে শুরু হবে সাড়ে ৫টায়।
 
বুধবার (১২ জানুয়ারি) ফ্রাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় এই লিগের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল। একই দিন সন্ধ্যায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

জানা গেছে, গ্রুপ পর্বে প্রতিদিনই হবে দুইটি করে ম্যাচ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে হবে প্লে অফ সহ মোট ৩৪ টি ম্যাচ। এর মধ্যে চট্টগ্রামে ৮ টি ম্যাচ, সিলেটে ৬ টি ও ঢাকায় বাকি ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অফে (এলিমিনেটর, ১ম কোয়ালিফায়ার, ২য় কোয়ালিফায়ার ও ফাইনাল) থাকবে রিজার্ভ ডে।

*বিপিএলের চূড়ান্ত সূচি-

 • ২১ জানুয়ারি
 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল
 • খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা

*২২ জানুয়ারি

 • কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স
 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা

*২৪ জানুয়ারি

 • ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকা
 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স

*২৫ জানুয়ারি

 • সিলেট সানরাইজার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা
 • কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল

*২৮ জানুয়ারি

 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স
 • সিলেট সানরাইজার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা

*২৯ জানুয়ারি

 • খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল
 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স

*৩১ জানুয়ারি

 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
 • খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল

*১ ফেব্রুয়ারি

 • কুমিল্লা ভিক্টোরিয়ান্স-মিনিস্টার গ্রুপ ঢাকা
 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল

*৩ ফেব্রুয়ারি

 • খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স
 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স

*৪ ফেব্রুয়ারি

 • সিলেট সানরাইজার্স-ফরচুন বরিশাল
 • কুমিল্লা ভিক্টোরিয়ান্স-মিনিস্টার গ্রুপ ঢাকা

*৭ ফেব্রুয়ারি

 • কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল
 • খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স

*৮ ফেব্রুয়ারি

 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা
 • সিলেট সানরাইজার্স-ফরচুন বরিশাল

*৯ ফেব্রুয়ারি

 • খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা
 • কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স

*১১ ফেব্রুয়ারি

 • খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
 • ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকা

*১২ ফেব্রুয়ারি

 • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স
 • খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স

*১৪ ফেব্রুয়ারি- প্লে অফ পর্ব

 • এলিমিনেটর (৩য়- চতুর্থ দল), সাড়ে ১২টা।
 • প্রথম কোয়ালিফায়ার (১ম-২য় দল), সাড়ে ৫টা।

*১৬ ফেব্রুয়ারি

 • দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী-প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল), সাড়ে ৫টা।

*১৮ ফেব্রুয়ারি

 • ফাইনাল, সাড়ে ৬টা।