Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫,

সরাইলে তিন ডাকাত গ্রেপ্তার, আহত ৩

প্রিন্ট সংস্করণ॥ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০১৮, ০৮:০৯ পিএম


সরাইলে তিন ডাকাত গ্রেপ্তার, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের হামলায় ৩জন আহত হয়েছে। গ্রামবাসী ও পুলিশ ধাওয়া করে ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার শাহবাজপুর গ্রামের উত্তরপাড়ার দানা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে কালিকচ্ছ আখিতারা সড়কে, বড়–ইয়া ও সরাইল নাসিরনগর সড়কের ধর্মতীর্থ এলাকায় পরিবহনে ডাকাতি হয়েছে। পুলিশ ও ডাকাতির শিকার লোকজন জানায়, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গ্রামের উত্তর পাড়ার দানা মিয়ার বাড়িতে ১৪/১৫জন সশস্ত্র ডাকাতদল বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে ঘরের সদস্যদের জিম্মি করে সকলের হাত-পা বেঁধে ফেলে। পরে স্টিলের আলমিরা ও সুকেশ ভেঙে নগদ ৪ লাখ ১২ হাজার টাকা, ৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় দানা মিয়ার স্ত্রী হোসনে আরা খানম (৭৫), ছেলে ফখরুদ্দিন আহমেদ টুটেল (৪৫) ও টুটেলের স্ত্রী শিরিন আক্তার (৩২) আহত হয়।