Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

অনুমোদনবিহীন অবৈধ ইটভাটা 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি 

ডিসেম্বর ৪, ২০২০, ০১:১০ পিএম


অনুমোদনবিহীন অবৈধ ইটভাটা 

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে গড়ে তুলেছে সরকারের অনুমোদন বিহিন এমকেএইচ কে অবৈধ ইটের ভাটা। 

সরেজমিনে দেখা যায়, আট একর জমির উপরে গড়ে তুলেছে এই অবৈধ ইট, ভাটা, প্রতিদিন প্রকৃতিকে নিধন করে এই ভাটায় পুড়ানো হয় হাজার হাজার মন কাট এবং দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এই ভাটায় এক সিজনে পুড়ানো হয় প্রায় ১ কোটি  ইট। সেখানে  প্রতি সিজনে পুড়ছে হাজার হাজার মন জ্বালানি ধংস হচ্ছে পরিবেশ হুমকির  সম্মুখীন আশেপাশের পরিবার।

এই বিষয়ে কথা হয় এম কে এইচ কে ইট ভাটার মালিক মো. কাজী মুক্তি হুমায়ন কবিরের সাথে, তাকে ভাটার অনুমোদনের কথা জিজ্ঞাসা করা হলে সরাসরি সাংবাদিকদের বলেন, আমার ভাটার কোনো অনুমোদন কোন কাগজপত্র নেই। আপনারা লেখা লেখি না করলে হয় না! ভাটা করছি বলে আপনারা লিখবেন, ঠিক আছে আপনারা  সাংবাদিক তো লিখেন।

বন ও পরিবেশ  খুলনা অঞ্চলের প্রধান সাইফুর রহমান খানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমরা তালিকা করছি পর্যায়ক্রমে অনুমোদনবিহীন সকল ভাটা ভেঙে দেওয়া হবে। 

আমারসংবাদ/কেএস