Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পদ্মায় অবাধে চলছে জাটকা ইলিশ নিধনের মহোৎসব 

এন কে বি নয়ন, ফরিদপুর 

জানুয়ারি ১৮, ২০২১, ০১:৪৫ পিএম


পদ্মায় অবাধে চলছে জাটকা ইলিশ নিধনের মহোৎসব 

দাদন ব্যবসায়ী আর অসাধু মৎস্য আড়তদারদের ছত্রছায়ায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা এলাকায় পদ্মা নদী থেকে গত কয়েক দিন ধরে অবাধে চলছে জাটকা ইলিশ মাছ ধরার মহোৎসব। পদ্মায় দিনরাত কারেন্ট জাল, মশারীজাল, বেড়জাল দিয়ে ধরা হচ্ছে এসব জাটকা। আর জাটকা ইলিশগুলো বিক্রির ধুম পড়েছে আশপাশের বিভিন্ন হাট-বাজারে। সংশ্লিষ্টদের উদাসিনতায় জেলেরা পদ্মায় জাটকা নিধনে বেপড়োয়া হয়ে ওঠেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্র জানায়, গত ক'দিন ধরে উপজেলার পদ্মা নদী থেকে জাটকা ইলিশ নিধনের মহোৎসব চালিয়ে যাচ্ছে দুর্বৃত্ত জেলেরা।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেলেরা এসে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত ট্রলারে চড়ে দিন রাত জাটকা নিধনের মহড়া চালাচ্ছে। উপজেলায় অন্তত: ৭০ বর্গ কি.মি. জলমহল পদ্মা নদীতে বিস্তৃত। এ বিশাল পদ্মার বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে প্রতিদিন প্রায় শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার ও কারেন্ট জাল দিয়ে নিধন করা হচ্ছে জাটকা ইলিশ। 

সূত্রগুলো আরও জানায়, পদ্মা নদীর দিয়ারা গোপালপুর মৌজা, চর কল্যানপুর মৌজা, চর কালকিনিপুর, চর তাহেরপুর, চর মির্জাপুর, চর শালেপুর, উত্তর শালেপুর, ভাটি শালেপুর, চর হাজীগঞ্জ মৌজা, চর মোহনমিয়া, মাঝিকান্দি, চরহরিরামপুর, চর ঝাউকান্দা, চর হোসেনপুর, জাকেরের সুরা মৌজা, টিলারচর মৌজা, মাথাভাঙ্গা ও চর মঈনূট মৌজার বিশাল বিশাল জলমহলে চালানো হচ্ছে এ নিধনের মহড়া।

উপজেলার পদ্মা নদীর গোপালপুর ঘাটের বিপরীত পদ্মার পাড় এলাকায় চর মঈনূট, চর তাহেরপুর ও চর শালেপুর, চরহাজীগঞ্জ ও চরভদ্রাসন বাজারে রয়েছে ছোট-বড় প্রায় ১০টি মাছের আড়তদারী ব্যবসা। 
দুর্বৃত্ত জেলেরা ভোররাতে এসব আড়তগুলোতে বিক্রি করছে নিধনকরা জাটকা ইলিশ। পাবনা, সিরাজগঞ্জ, দৌলতদিয়া, মুন্সিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পেশাদার জেলেদের লাখ লাখ টাকা দাদনের মাধ্যমে জাটকা নিধনকার্যে জড়ানো হচ্ছে।

চরভদ্রাসন বাজারের কয়েক মাছ ব্যবসায়ী জানান, এ বছর পদ্মায় প্রচুর পরিমান জাটকা ইলিশের সমাগম হয়েছে। আগামী ফল্গুন মাস পর্যন্ত জাটকা ধরা বন্ধ থাকলে পদ্মায় ইলিশ মাছে ভরে যেত। এভাবে চলতে থাকলে আশানুরূপ ইলিশ মিলবে না।তারা এ নিধনকার্য বন্ধের দাবি জানান। 

বিষয়টি নিয়ে উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, আমার নতুন পোষ্টিং হয়েছে। পদ্মা নদীতে জাটকা নিধনের বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। খুব শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমারসংবাদ/কেএস