Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বাড়ল সোনা-রুপার দাম

জানুয়ারি ২১, ২০১৫, ০২:৪৮ পিএম


বাড়ল সোনা-রুপার দাম

 
দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়ল প্রায় ১৫ শ' টাকা। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াল ৪৬ হাজার ১৪ টাকা।

পাশাপাশি, বাড়ছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ৫০ টাকা। এখন তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়।  অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে এ দাম নির্ধারণ করা হয়েছে।

 বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হবে।
 
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৬ হাজার ১৪ টাকা (প্রতি গ্রাম ৩ হাজার ৯৪৫ টাকা), ২১ ক্যারেট ৪৩ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৭ হাজার ২৬৬ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি ভরি সনাতনি স্বর্ণের দাম বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার ৫৪৪ টাকা।
 
বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেট ৩৫ হাজার ৭৭৩ টাকায় বিক্রি হয়।