খাসির মাংস ৯০০ টাকা কেজি

ঢাকার কাঁচাবাজারে সবজির যথেষ্ট সরবরাহ থাকলেও দাম নিয়ে ভিন্নমত আছে ক্রেতা-বিক্রেতাদের। ক্রেতারা বলছেন, বাজারে মাছের দাম স্থিতিশীল থাকলেও চড়া সবজির দাম। আর বিয়ের মৌসুম হওয়ায় বাড়তি চাহিদার কারণে মাংসের বাজারে ঊর্ধ্বমুখী খাসি, মুরগির দাম।
ঢাকাতে শুক্রবার (২৪ জানুয়ারি) কাঁচাবাজারের দৃশ্য সপ্তাহের অন্যদিনগুলোর তুলনায় ভিন্ন। সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকায় চাকরিজীবীরা এদিনই মূলত পুরো সপ্তাহের বাজার করে থাকেন। এ কারণে বাজারে ক্রেতার উপস্থিতি যেমন বাড়ে, তেমনি বিক্রেতারাও তাদের পণ্যের পসরা সাজান অন্যদিনের তুলনায় বেশি।
শীতের শেষদিকে কাঁচাবাজারে সবজির সরবরাহ চোখে পড়ার মতো, মৌসুমি সবজির পাশাপাশি দেখা মেলে বারোমাসি ও বিদেশি জাতের সবজিও।
বাজারে মাঝারি আকারের লাউ ৭০-৮০ টাকা, বড় আকারের বাঁধাকপি, ফুলকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকার মধ্যে। বেগুনের কেজি জাতভেদে ৪০ - ৬০ টাকা, কাঁচা টমেটো, গাজর, শিম পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে।
মাছের বাজারে শীত মৌসুমেও মিলছে বিভিন্ন আকারের রুপালি ইলিশ, বিক্রি হচ্ছে আকার ভেদে ৩০০ থেকে ১৫০০ টাকা পিস হিসেবে। অন্য মাছের মধ্যে রুই, কাতল, বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা কেজি। চাষের টেংরা, পাবদা, শিং এর কেজি ৫০০ টাকা।
মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি, খাসির দাম ৯০০ আর বকরির কেজি ৮০০ টাকা।
বাজারে মুরগির চাহিদাও বেশি। পাকিস্তানি কক কেজি ২৩০, দেশি ৪০০- ব্রয়লার ১২০-২৫ এবং হাঁসের পিস আকারভেদে ৩৫০-৪০০ টাকা।
আমারসংবাদ/এমআর