Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

দুই শেয়ারবাজারে লেনদেন শুরু হতে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২০, ০৫:৫৬ এএম


দুই শেয়ারবাজারে লেনদেন শুরু হতে বিলম্ব

সূচকের ওপর সার্কিট ব্রেকার আরোপ করাকে কেন্দ্র করে দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরুর সময় অনিবার্য কারণে পিছিয়ে দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
 
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় শুরু হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এক নোটিসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার বদলে লেনদেন শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে, বেলা সাড়ে ১১টায়।

সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও একই ধরনের নোটিস দেখা যায়, সেখানেও এক ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) সূচকের ওপর সার্কিট ব্রেকার আরোপ নিয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছে। যা নিয়ে ডিএসই ও সিএসই ম্যানেজমেন্ট কাজ করছে। এ কারণে বৃহস্পতিবার লেনদেন শুরু হয় এক ঘণ্টা পর। লেনদেন শেষ হবে দুপুর আড়াইটার পরিবর্তে দেড়টায়।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্ক আর টানা দরপতনের মধ্যে বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনের সময় ১ ঘণ্টা কমিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়।

আমারসংবাদ/এআই