Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

‘জুলাই-আগস্টের রপ্তানি বাণিজ্যে ঐতিহাসিক রেকর্ড হবে’

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২০, ০১:৩২ পিএম


‘জুলাই-আগস্টের রপ্তানি বাণিজ্যে ঐতিহাসিক রেকর্ড হবে’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, জুলাই-আগস্টের রপ্তানি বাণিজ্যে দেশে ঐতিহাসিক রেকর্ড হবে।

তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ রিসোর্স অনেক বেশি। সেগুলো আমরা কখনো মূল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারিনি। মূল অর্থনীতিতে তাদের আমরা কম পেয়েছি। এখন আস্তে আস্তে তাদের মূল স্রোতধারায় নিয়ে আসছি। এতে অর্থনীতিতে গতিশীলতা আরো অনেক বাড়বে।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে জুম অ্যাপসের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতেও আমাদের রেমিট্যান্স ও রপ্তানির প্রবৃদ্ধি ভালো। এতে বোঝা যাচ্ছে আমাদের অর্থনীতি আবার সচল হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি সব সময় একটি জিনিস বিশ্বাস করি, সেটা হলো আমার নেই। সেই নেই থেকে আমি কিছু অর্জন করতে পারবো না। আমি মনে করি আমাদের আছে এবং তা কাজে লাগাতে হবে।

মন্ত্রী বলেন, গত দুই মাসে আপনারা দেখতে পাবেন রেমিট্যান্স যেভাবে উপরের দিকে এগোচ্ছে ঠিক তেমনিভাবে এক ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হবে জুলাই-আগস্টের রপ্তানি বাণিজ্যে। সব ক্ষেত্রই আমরা ভালোটা পাচ্ছি। আমি মনে করি এটা অব্যাহত থাকবে। এদেশের মানুষ আমাদের প্রাণশক্তি তাদের কারণেই সব সম্ভব হবে। তারা ব্যবসা-বাণিজ্য করছেন তার ফল তারা পাচ্ছেন।

আমারসংবাদ/জেডআই