Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

পেঁয়াজ রপ্তানির অনুমতি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনধি

সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৭:১৫ এএম


পেঁয়াজ রপ্তানির অনুমতি

আজ পেঁয়াজ রপ্তানি করবে ভারত সরকার। এ সংক্রান্ত একটি অনুমতিপত্র শুক্রবার সন্ধ্যায় ভারত হিলি কাস্টমস কর্তৃপক্ষের নিকট এসেছে।

তবে রোববার পর্যন্ত যে সব এলসির বিপরীতে টেন্ডার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র সেই সব পেঁয়াজ গুলোই রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার বানিজ্য ও শিল্প মন্ত্রণালয় (রফতানি)।

সোমবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধজ্ঞা দেয় ভারত সরকার এরপর সীমান্তের ওপারে আটকা পরে যায় পেঁয়াজ বোঝাই শতাধিক ট্রাক।

হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানান, ভারত সরকারের বানিজ্য ও শিল্প মন্ত্রণালয় (রফতানি) হতে একটি অনুমতিপত্র শুক্রবার সন্ধ্যায় ভারত হিলি কাস্টমসে এসেছে। ফলে আজ পেঁয়াজ রপ্তানি করবে তারা।

আমারসংবাদ/এমআর