Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

ডিসেম্বর ১৮, ২০১৪, ০১:৪০ পিএম


বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

  বাংলাদেশের  বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রিজার্ভ ২ হাজার ২৩৭ কোটি ডলারে পৌঁছে।

এদিন বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

 আতিউর রহমান বলেন, দেশের অর্থনীতি ভালো চলছে। পাঁচ বছর আগে যে রিজার্ভ সাত বিলিয়ন ডলার ছিল, কয়েকদিন আগে তা হয়েছে ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।  অতীতের সব রেকর্ড ভেঙে রিজার্ভ ২২ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে।

 বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ১০ টাকার ব্যাংক-হিসাবধারীদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে গভর্নর আরো বলেন, ‘কৃষকেরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাদের অর্থায়ন করা দরকার। বর্তমানে অর্থনীতির সব মূল্যসূচক ইতিবাচক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। এর মূল কারণ, আমরা শক্তিশালী মুদ্রানীতি প্রণয়ন করেছি।’

 অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৪০ কোটি টাকার ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে ৩৮ কোটি টাকা ট্রাস্ট ব্যাংককে দেওয়া হবে। যা এনজিও প্রতিষ্ঠান ‘সজাগ’ বিতরণ করবে।

 অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী ও সজাগের পরিচালক আবদুল মতিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।