Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সেনাবাহিনীর নতুন বেতনকাঠামো হস্তান্তর

জানুয়ারি ১, ২০১৫, ০৮:১৫ এএম


সেনাবাহিনীর নতুন বেতনকাঠামো হস্তান্তর

  সেনাবাহিনীতে জেনারেল পদে বেতন ১ লাখ টাকা এবং সিনিয়র সচিব পদমর্যাদায় লে. জেনারেল পদে বেতন ৮৮ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। জাতীয় বেতন ও চাকরি কমিশনের অনুরূপ এ সুপারিশ করেছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০১৩। এ বছরের জুলাই থেকে নতুন এ বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ সুপারিশ হস্তান্তর করেন বেতন কমিটির সভাপতি লে. জেনারেল আনোয়ার হোসেন।

মোট ১৬টি গ্রেডে এ বেতন কাঠামোর সুপারিশ করা হয়। জেনারেল পদে বেতন ১ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। সচিব পদমর্যাদায় মেজর জেনারেল পদে বেতন ৮০ হাজার টাকা ও এনসি পদে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২০০ টাকা ধরার সুপারিশ করা হয়েছে। বাহিনীপ্রধানরা পদবি-মর্যাদা অনুযায়ী বাড়তি সুযোগ-সুবিধা পাবেন।