Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫,

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংকের অনুদান প্রদান

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৬, ২০১৮, ০৭:০৯ এএম


প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংকের অনুদান প্রদান

ব্যাংকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিভিন্ন ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে। সকল ব্যাংকের অংশগ্রহনে গত শুক্রবার (১৩ এপ্রিল) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এসব চেক তুলে দেন বিভিন্ন ব্যাংকের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড:
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গত (১৩ এপ্রিল) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ টাকার চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবুু এবং ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম। এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা দিয়েছে। গত ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে এ চেক তলে দেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম। এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতে চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ। এসময়, উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস- চেয়ারম্যান মোহাম্মদ শহিদ ইসলাম। উল্লেখ্য, ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় এই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি

এক্সিম ব্যাংক:
গত ১৩ এপ্রিল গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১১ কোটি টাকার চেক শেখ হাসিনার হাতে তুলে দেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ নূরুল আমীন ফারুক এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। -সংবাদ বিজ্ঞপ্তি

এসবিএসি ব্যাংক:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। গত শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। এ সময়ে এসবিএসসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি

প্রিমিয়ার ব্যাংক :
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫(পাঁচ) কোটি টাকার চেক অনুদান স্বরূপ প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল হস্তান্তর করেন। এসময় প্রিমিয়ার ব্যাংকের পরিচালক বি.এইচ. হারুন, এমপি এবং বিএবি (ব্যাংকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক:
ইউনিয়ন ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১.০০ (এক কোটি টাকা) অনুদান প্রদান করেছে। গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। -সংবাদ বিজ্ঞপ্তি

এনআরবিসি ব্যাংক:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতে চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শহিদ ইসলাম। - বিজ্ঞপ্তি

সিটি ব্যাংক:
গণভবনে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব ও পরিচালক রুবেল আজিজ। - সংবাদ বিজ্ঞপ্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গত ১৩ এপ্রিল ২০১৮ তারিখে ৫ (পাঁচ) কোটি টাকা অনুদানের চেক প্রদান করা হয়। গনভবনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চেক প্রদান করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক জনাব নুরুল ইসলাম চৌধুরী ও জনাব বজল আহমেদ।-সংবাদ বিজ্ঞপ্তি