Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

অনলাইনে বৈদেশিক মুদ্রা পৌঁছাতে পেয়নিয়ার সেবা চালু

জানুয়ারি ৮, ২০১৫, ১২:১৪ পিএম


অনলাইনে বৈদেশিক মুদ্রা পৌঁছাতে পেয়নিয়ার সেবা চালু

 

ফ্রিল্যান্সারসহ বিভিন্ন পেশাজীবিদের অর্জিত বৈদেশিক মুদ্রা অতি দ্রুত এবং নূন্যতম ব্যয়ে হাতে পৌঁছে দিতে ব্যাংক এশিয়ার সহায়তায় বিশ্বের সর্ববৃহৎ অন-লাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস ‘পেয়নিয়ার ইনকর্পোরেটেড ইউএসএ’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

 বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড: আতিয়ার রহমান বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আহসান উল্লাহ, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী, পেয়নিয়ার ইনকর্পোরেটেড ইউএসএ- এর সিইও স্কট এইচ গ্যালিট ও বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান।

প্রধান অতিথীর বক্তব্যে গর্ভনর বলেন, বাংলাদেশ জোড় কদমে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। একা কোনো কাজ করা সম্ভব না, সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আইটি সেক্টরে তরুন উদ্যোক্তাদের প্রয়োজনে প্রত্যেক ব্যাংককে এ ধরনের অনলাইন পেমেন্ট সিষ্টেম করার আহ্বান জানান তিনি।

আতিয়ার রহমান আরো বলেন, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক উন্নত মানের ডিজিটাল সিষ্টেম ফোলো করছে। যার ফলে তিনি আইটি সেক্টরে দেশের অগ্রগতির প্রশংসা করেন। ব্যাংক এশিয়ার সহায়তায় দেশে এ ধরনের অন-লাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিসের দ্বিতীয় সংযোজন।

বাংলাদেশী অর্জিত বৈদেশিক মুদ্রা অতি সহজে পৌছাতে ২০১২ সালে ব্যাংক এসিয়া দেশে সর্বপ্রথম আন্তর্জাতিক সংস্থা পেইজা’র সেবা সংযোজন করে। বাংলাদেশে প্রতি বছর কয়েক লক্ষ ফ্রিল্যান্সার প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বিভিন্ন মাধ্যম দিয়ে ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহূলভাবে দেশে আনছে। পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবছরে ২ দশমিক ৫ লক্ষেরও বেশি ফ্রিল্যান্সার সেবা বিক্রির মাধ্যমে ১৩৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা দেশে এনেছে। আশা করা হচ্ছে ব্যাংক এশিয়ার মাধ্যমে দেশে প্রবর্তিত পেয়নিয়ার সেবা এ সকল ফ্রিল্যান্সারদের টাকা অতি সহজে এবং নূন্যতম ব্যয়ে হাতে পৌঁছাতে সহায়তা  করবে।

 এর মাধ্যমে দেশে ফ্রিল্যান্সিং সেবা আরো বেশি জনপ্রিয়তা পাবে, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে এবং প্রযুক্তি অবকাঠামোর উত্তোরোত্তর প্রসার ঘটবে।