Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দাম কমেছে, কাল থেকে যত টাকায় বিক্রি হবে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২১, ০৪:৩০ পিএম


দাম কমেছে, কাল থেকে যত টাকায় বিক্রি হবে স্বর্ণ

দেশের বাজারে আবার দাম কমেছে স্বর্ণের। কয়েকদিনের ব্যবধানে এবার ভরিতে দাম কমেছে প্রায় দুই হাজার টাকা। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, নতুন দর কার্যকর হবে আগামী বুধবার (১৩ জানুয়ারি) থেকে। তবে এতে এও বলা হয়েছে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত থাকবে রূপার দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ব্যবসার অচল অবস্থা কাটাতে এবং ভোক্তাদের কথা চিন্তা করে কমানো হলো স্বর্ণের দাম। 

এদিকে আগামী বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ থেকে বিক্রি হবে ৭২ হাজার ৬৬৬ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকায়, যা আগে ছিল ৭১ হাজার ৫০০ টাকা।

নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকায়, যা আগে ছিল ৬২ হাজার ৭৫২ টাকা। এছাড়া সনাতনী প্রতি ভরি স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪৪৬ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৫২ হাজার ৪৩০ টাকা।

আমারসংবাদ/জেডআই