Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

দেশের সব মার্কেট বন্ধ!

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৭, ২০২১, ০৪:২৫ এএম


দেশের সব মার্কেট বন্ধ!

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) দেশের সব মার্কেট বন্ধ থাকবে। সেসঙ্গে আজ বন্ধ মার্কেটগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্র জানায়, দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সারাদেশের সব মার্কেট-দোকান বন্ধ থাকবে।

এর আগে, শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সভা ডাকে। সভায় ১৭ মার্চ সারাদেশের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরদিন রোববার সিদ্ধান্তটির ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যবসায়িক এ সংগঠনটি।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ১৭ মার্চ সব বিপনীবিতান বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।

আমারসংবাদ/জেডআই