Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

রিজার্ভ ছাড়ালো ৪৫.১ বিলিয়ন ডলার, নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২১, ০৭:৩০ পিএম


রিজার্ভ ছাড়ালো ৪৫.১ বিলিয়ন ডলার, নতুন রেকর্ড

বাংলাদেশে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং কম আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫.১ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড গড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত একবছরে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রিজার্ভ ৩৬.২২ শতাংশ বেড়েছে। গত বছরের ৩০ এপ্রিলে যা ছিল ৩৩.১১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, রেমিটেন্সের প্রবাহ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে অনেকাংশে সহায়তা করেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ২০.৬৬ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা বছরে ৩৯ শতাংশ বেশি।

তবে, এই অর্থবছরের প্রথম আট মাসে আমদানি ১.৯ শতাংশ বেড়ে ৩৭.০৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমদানির প্রবৃদ্ধি কমেছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যাশিত ছিল না। এটিও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়।

আমারসংবাদ/এআই