Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

এলপিজির দাম কমে ৮৪২ টাকা, কার্যকর জুন থেকে

নিজস্ব প্রতিবেদক

মে ৩১, ২০২১, ০৬:৪৫ এএম


এলপিজির দাম কমে ৮৪২ টাকা, কার্যকর জুন থেকে

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪২ টাকা। যা আগে ছিল ৯০৬ টাকা। নতুন এ দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

সোমবার (৩১ মে) জুন মাসের এলপিজি দাম সমন্বয় সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

দেশে প্রথমবারের মত গণশুনানি করে গত ১২ এপ্রিল এলপিজির দাম নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৭৫ টাকা। পরে গত ২৯ এপ্রিল আরেক ঘোষণায় মে মাসের জন্য  ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ বৈধ মূল্য আগের চেয়ে ৬৯ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এখন প্রতিকেজি এলপিজির দাম ৭০ টাকা ৬৯ পয়সা। মূসকসহ দাম পড়ে ৭৫ টাকা ৪৯ পয়সা। এর আগে মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ছিল ৮১ টাকা ৩০ পয়সা।

আমারসংবাদ/এআই