Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মুড়িতে ভ্যাট কমলো

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২১, ১১:৪৫ এএম


মুড়িতে ভ্যাট কমলো

এবারের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুড়ির ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। তাই প্যাকেটজাত মুড়ির দাম কমতে পারে। উৎপাদন পর্যায়ে মুড়ির ভ্যাট অব্যাহতি দেয়ায় এটি ভোক্তা পর্যায়ে গিয়ে কমবে।

এছাড়াও তাজা ফল ব্যবসায়ীদের জন্য সুখবর। ব্যবসায়ী পর্যায়ে ফলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তাই ফলের দামও কমতে পারে।

এদিকে কৃষি যন্ত্রপাতি যেমন থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, রোটারি টিলার, উইডার (নিড়ানি) ও উইনোয়ার (ঝাড়াইকল) আমদানিতে আগাম কর অব্যাহতি দেয়া হয়েছে। তাই এসব পণ্যের দাম কমতে পারে।