Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চামড়ার দাম নির্ধারণ: গরুর চামড়া সর্বোচ্চ ৪৫ টাকা, খাসির ১৭

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২১, ০৮:২০ এএম


চামড়ার দাম নির্ধারণ: গরুর চামড়া সর্বোচ্চ ৪৫ টাকা, খাসির ১৭

ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী এ বছর কোরবানির গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ঢাকাতে ৪০ থেকে ৪৫ টাকা আর ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা দর নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর খাসির চামড়ার দাম সারাদেশে প্রতি বর্গ ফুট ১৫ থেকে ১৭ টাকা এবং বকরীর চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে এ দর নির্ধারণ করা হয়।

কোরবানির সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জড়িত বিষয় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন,  নির্ধারিত দর বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন । কোরবানির সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জড়িত। চামড়ার সঙ্গে মাদ্রাসা, মসজিদেও স্বার্থ জড়িত। এছাড়া চামড়ার টাকা গরিব মানুষের স্বার্থে যাবে। সেহেতু চামড়া যেন নায্য দামে বিক্রি হয় এবং কোথাও চামড়া নষ্ট না হয় সরকার তা নিশ্চিত করতে চাচ্ছে। কিন্তু গত কয়েক বছরে অভিজ্ঞতা নির্ধারিত দরে চামড়া বিক্রি হয়নি।

আমারসংবাদ/ইএফ