Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বাড়ল টিসিবির পণ্য বিক্রির সময়সীমা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০২:৪৫ পিএম


বাড়ল টিসিবির পণ্য বিক্রির সময়সীমা

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের সময়সীমা আরও ২ দিন বাড়ানো হয়েছে। আগামী মঙ্গলবার এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই দুদিন বাড়িয়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত থাকায় সময় এ দফায় ২ দিন বাড়ানো হচ্ছে । আগামী মাসের প্রথম সপ্তাহের শেষে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান তিনি।

নিত্যপণ্যের বাজারে দাম বেশি হওয়ায় তেল-চিনি-ডাল সাশ্রয়ী দামে টিসিবির ট্রাকসেলে বিক্রয় করা হয়। পাশাপাশি মিলছে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ, যা বাজারের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা কম। এসব কারণে সীমিত আয়ের মানুষের টিসিবি পণ্যে আগ্রহ আরও বেড়েছে।

গত রোববার থেকে তেল, চিনি ও ডালের পাশাপাশি পেঁয়াজ বিক্রিও শুরু হয়েছে। এক্ষেত্রে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। ১০০ টাকা কেজি দরে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল ও ৫৫ টাকা কেজিতে চিনি ও ডাল কিনতে পারছেন।

দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি চলছে।

সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে গত ৪ সেপ্টেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। এ দফায় সময় বাড়িয়ে কমানো হয় ট্রাকপ্রতি পণ্যের বরাদ্দ। এতে পণ্য বিক্রির পয়েন্টে এসে অপেক্ষা করেও পণ্য না পেয়ে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে দেখা যায়।

ডিলাররা জানান, আগে ট্রাকপ্রতি ১ হাজার লিটার থেকে ১ হাজার ২০০ লিটার তেল বরাদ্দ দেওয়া হলেও এ দফায় দেওয়া হচ্ছে ৭০০ লিটার। একইভাবে চিনি ও ডালের বরাদ্দ ২০০ কেজি করে কমিয়ে করা হয়েছে যথাক্রমে ৫০০ ও ৪০০ কেজি।

আমারসংবাদ/আরএইচ