Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

বুধবার বন্ধ থাকবে সোনার দোকান

বাণিজ্য ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ১২:১০ পিএম


বুধবার বন্ধ থাকবে সোনার দোকান

আগামীকাল বুধবার (১৩ অক্টোবর) দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার অনুরোধ জানি‌য়ে‌ছে বাজুস।
 
প্রসঙ্গত, এফবিসিসিআইয়ের প্রথম শ্রেণির মর্যাদা সম্পন্ন সংগঠনটির প্রায় ১৮ হাজার সদস্য রয়েছে।এর প্রধান কার্যালয় বায়তুল মোকাররম মার্কেটে অবস্থিত। 

আমারসংবাদ/আরএইচ