রাসেল মাহমুদ, মো. রফিকুল ইসলাম ও মো. নূর উদ্দিন
মার্চ ১১, ২০১৯, ০৯:৫১ পিএম
অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত ও সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত গোলাম রাব্বানী। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থী সাদ্দাম হোসেন।
মঙ্গলবার রাত ৪টায় নির্বাচনের ফল ঘোষণা করেন ডাকসুর ভিপি ও বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান। এ ছাড়া কেন্দ্রীয় সংসদের অধিকাংশ পদেই জয়লাভ করেছে ছাত্রলীগের প্রার্থীরা।
১৮ হল সংসদের ফল ঘোষণা
বহুল কাঙ্খিত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও ১৮ হল সংসদের ফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তারা। এতে ছয়টি হলে সহ-সভাপতি (ভিপি) এবং চার হলে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি হলগুলোতে জয় পেয়েছে ছাত্রলীগের প্রার্থীরা।
মুহসীন হলে পূর্ণ প্যানেলে জয়ী ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে ছাত্রলীগ। এই হলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট। অন্যদিকে জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। এজিএস নির্বাচিত হয়েছেন মো. সাদিল আব্বাস। তিনি পেয়েছেন ৭০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুব আলম পেয়েছেন ২০৩ ভোট। অন্য ১০টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি পেয়েছেন ৬৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ হিল বাকি পেয়েছেন ২২৮ ভোট। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন ইমরান হাসান। তিনি পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকটতম মাঈনুদ্দিন পান ৪৯ ভোট। এ ছাড়া সদস্য পদে নির্ভাচিত হয়েছেন আবদুর রহমান (৭৪১), শাহ ইবনে সৈয়দ (৬৮১), জাহাঙ্গীর আলম (৬৭৬), মুজাহিদুল ইসলাম (৬৫০), সেলিম উল্লাহ (৩৯৫) এবং আরাফাতুল ইসলাম (২০৫)।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
ভোট বর্জন ও অনিয়মের অভিযোগের পরও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা সহ-সভাপতি পদে (ভিপি) বিজয়ী হয়েছেন। ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী ছিলেন কোহিনুর আক্তার রাখি। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সারা বিনতে জামাল। এজিএস পদে নির্বাচিত হয়েছেন সাবরিনা খাতুন। ১৩টি পদেও মধ্যে আরও দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন- সাংস্কৃতিক সম্পাদক তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদে দুটি পদ ছাড়া বাকি সবগুলো পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগ প্যানেলের শিক্ষার্থীরা। ঘোষিত ফল অনুযায়ী হল সংসদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ প্যানেলের আকমল হোসেন ( ৯৭৯ ভোট), সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান শান্ত (৯৯৫ ভোট)। ছাত্রলীগের প্যানেল থেকে বিজয়ী বাকিরা হলেন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জুলফিকার হাসান, সাহিত্য সম্পাদক পদে আব্দুল কাদের, পাঠচক্র সম্পাদক পদে আজহারুল ইসলাম সুমন, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে মুনতাসির মমতাজ, বহিরাঙ্গন সম্পাদক পদে মাহমুদুল হাসান, সমাজসেবা সম্পাদক পদে মাহবুবুর রহমান এবং সদস্য পদে আসীর মুরাদ, ফারুক শেখ ও মনিরুজ্জামান লিয়ন। অন্য দিকে বঙ্গবন্ধু হলের হল সংসদে বিজয়ী স্বতন্ত্র দুই প্রার্থী হলেন, সংস্কৃতি সম্পাদক পদে ইয়াসির আরাফাত ও সদস্য আতাউল্লাহ আরমান।
জিয়া হল
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদেও পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা। এ হলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে শরিফুল ইসলাম শাকিল (৮২৬) ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে হাসিবুল হোসেন শান্ত (৬৪৪) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাহিত্য সম্পাদক পদে জাহিদ হোসেন (৭৬৫) ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওহিদুজ্জামান (৪৬৩) নির্বাচিত হন।
সার্জেন্ট জহুরুল হক হল
সার্জেন্ট জহুরুল হক হল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী সাইফুল্লাহ আব্বাসী। জিএস পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল ইসলাম।
অমর একুশে হল
অমর একুশে হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগের মো. মেহেদী হাসান সুমন (৫৭৮)। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন আহসান হাবীব ((৫০৭)। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আলিফ আল আহমেদ (৬৩১) নির্বাচিত হয়েছেন।
কবি জসিমউদ্দীন হল
কবি জসিমউদ্দীন হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন মো. ফরহাদ আলী। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইমাম হাসান। এরা দুজনই ছাত্রলীগ প্যানেলের সদস্য। ভিপি পদে ফরহাদ পেয়েছেন ৭১২ ভোট এবং জিএস পদে ইমাম ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬৯২ ভোট পেয়ে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাহিত্য সম্পাদক পদে ৮২৬ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোমান, সংস্কৃতি সম্পাদক পদে ৮১৭ ভোট পেয়ে ইমাম উল হাসান, পাঠকক্ষ সম্পাদক পদে ৭৮৯ ভোট পেয়ে মো. নাসির উদ্দীন, অভ্যন্তরীন ক্রীড়া সম্পাদক পদে ৭২১ ভোট পেয়ে লুৎফুর রহমান, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ৭৯৩ ভোট পেয়ে মো. জাহিদ হাসান ও সমাজসেবা সম্পাদক পদে ৬১৪ ভোট পেয়ে মো. গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ৭৬৪ ভোট পেয়ে নাইম মোল্লা, ৬৮১ ভোট পেয়ে আহসানুল হক শিমুল, ৬৪৬ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মাম–ন ও ৫৬২ ভোট পেয়ে মহসিন আলম তালুকদার নির্বাচিত হয়েছেন।
শামসুন্নাহার হল
শামসুন্নাহার হল সংসদে ভিপি ও জিএস পদে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার প্যানেলের প্রার্থী। তারা হলেন- ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে আফসানা ছপা। তারা দুজনই কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় সদস্য।
সূর্যসেন হল
মাস্টার দা সূর্যসেন হল সংসদ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগ। হলটিতে সহ-সভাপতি (ভিপি) পদে মো. মারিয়াম জামান খান সোহান (৮৮১) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. সিয়াম রহমান (১০৫৫) নির্বাচিত হয়েছেন। এজিএস পদে এম মোরশেদ সালাম (১১১১), সাহিত্য সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আল সাদি ভূঁইয়া (৬৯০), সংস্কৃতি সম্পাদক জুবায়ের আহমেদ (৮৮৮), পাঠকক্ষ সম্পাদক রেজওয়ানুল ইসলাম (১০২৬), অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক সাব্বির হাসান সৌরভ (১০১৯), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক স্বতন্ত্র প্রার্থী জুলহাস সুজন (৫৯৯), সমাজ সেবা সম্পাদক পদে জহিরুল ইসলাম (১০০৫) বিজয়ী হয়েছেন। এ ছাড়াও সদস্য পদে আবদুল্লা খান শৈশব (৮৮৯), মিরাজ ইরফান চৌধুরী (৭৩০), আরিফুল ইসলাম (৭২০), মো. তুষার হোসেন (৯২৬) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান (৫৫৫) নির্বাচিত হয়েছেন।
বিজয় একাত্তর হল
বিজয় একাত্তর হলে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগ। ভিপি পদে সজিবুর রহমান, জিএস পদে নাজমুল হাসান নিশান হল সংসদেও নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
সলিমুল্লাহ্ মুসলিম হল
সলিমুল্লাহ্ মুসলিম হল সংসদেও পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগ। এই হলে ভিপি পদে এম এম কামাল, জিএস পদে জুলিয়াস সিজার এবং এজিএস পদে নওশের নির্বাচিত হয়েছেন।
স্যার এ এফ রহমান হল
স্যার এ এফ রহমান হলেও পূর্ণ প্যানেল জয়ী হয়েছে ছাত্রলীগ। ভিপি পদে আব্দুল আলীম খান ও জিএস পদে আব্দুর রহীম নির্বাচিত হয়েছেন।
শহীদুল্লাহ হল
শহীদুল্লাহ হল সংসদেও পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগ। ভিপি পদে হোসাইন আহমদ সোহান এবং জিএস পদে ইরফানুল হাই সৌরভ নির্বাচিত হয়েছেন।
জগন্নাথ হল
ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয় পেয়েছে জগন্নাথ হল সংসদেও। এই হলে ভিপি পদে উৎপল বিশ্বাস এবং জিএস পদে কাজল দাস নির্বাচিত হয়েছেন।
ফজলুল হক মুসলিম হল
ফজলুল হক মুসলিম হল সংসদ নির্বাচনে ভিপিসহ পাঁচ পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা হলেন- সহ-সভাপতি (ভিপি) মাহমুদুল হাসান তমাল, বহিরাঙ্গন ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার বাপ্পী, পাঠকক্ষ বিষয়ক সম্পাদক আবদুর রাকীব, সদস্য শামিম এবং মাহবুব। বাকি পদগুলোতে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। তারা হলেন- সাধারণ সম্পাদক (জিএস) মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) শাহিনুর, অভ্যন্তরীণ ক্রীড়া বিষয়ক সম্পাদক রওনক ইসলাম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক রানা আরাফাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সাহিত্য সম্পাদক আবু হাসিব ও দুইজন সদস্য কাইছার ও রাফসান।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল
বিতর্কিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগে থেকেই সাধারণ ছাত্রীরা ছাত্রলীগের প্রার্থীদের বয়কট করেছে। এই হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী সুস্মিতা দে, জিএস পদে মিশমা সচেতন শিক্ষার্থী প্যানেল থেকে এবং এজিএস পদে মুন্নি আক্তার নির্বাচিত হয়েছেন।
কবি সুফিয়া কামাল হল
কবি সুফিয়া কামাল ছাত্রলীগের তিনজন সদস্য প্রার্থী ছাড়া বাকি সবাই স্বতন্ত্র নির্বাচিত হয়েছে। এই হলে ভিপি পদে তানজিনা আক্তার সোমা, জিএস পদে মনিরা শারমিন ও এজিএস পদে লুৎফুর নাহার বিজয়ী হন। বিজয়ের পর হলে সাধারণ ছাত্রীরা বিজয় উল্লাস করেন ছাত্রীরা।
রোকেয়া হল
মেয়েদের অন্যান্য হল থেকে কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা গেছে রোকেয়া হলে। এই হলে একমাত্র ছাত্রলীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভিপি, জিএস এজিএস পদে ছাত্রলীগ থেকে যথাক্রমে নির্বাচিত হয়েছেন- ইসরাত জাহান তন্বী, সায়মা আক্তার প্রমি, ফাল্গুনী দাস তন্বী।