Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আছেন যারা

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০১৯, ০৯:৩৩ পিএম


ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আছেন যারা

সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আংশিক কমিটি গঠনের প্রায় ১০ মাস বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

নবঘোষিত ওই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে পূর্ণাঙ্গ কমিটিতে ৫১ জন সহসভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, ৩০ জন বিভিন্ন সম্পাদক, ৯৬ জন উপ সম্পাদক, ৩৪ জন সহসম্পাদক ও ১৬ জন সদস্য রয়েছেন।

তারা হলেন-সহ-সভাপতি আকাশ সরকার, মনিরুজ্জামান মুন্না, ইমরান খান, জাহিদ হাসান, সাকিব হসেন সিফাট, জাকারিয়া খান শাকিল, সিফাত উদ্দিন জয়, কৃষ্ণ সরকার, মৌটুসী হানিফ মৌ, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর আলম, আল আমিন ইসলাম, সুমন রায়, আরিফ মিয়া, কায়সার, আরিফুজ্জামান হেলালি, নাহিদ হাসান সুজন, রিয়াজ উদ্দিন ভূইয়া, কামাল হোসেন, নাজমুল হক মামুন, ফারজানা নিপা, মির্জা ফাহিম আহমেদ, হাসান জাহাঙ্গীর সুজন,

মনিরুজ্জামান রিপন, রবিউল ইসলাম রবি, আরিফ হোসেন, আব্দুল্লাহ আল ফাহিয়াল, আলী আকবর আবির, মুনতাকিম গনি ভূঁইয়া, তৌফিকুল ইসলাম পাঠান, মেহেদী রবিন, নাজমুল হাসান রনি, গাজীউর রাজা, মনিরুজ্জামান অনিক, ফজলে এলাহী শুভ, বিপ্লব কুমার দেবনাথ, জীবন রায়, মশিউর রহমান তারেক, ইমতিয়াজ রাজা, তানভির আহম্মেদ, মুক্তাদির হসেন, রাকিবুল ইসলাম, মাহমুদুল হক আরিফ, আরিফুল ইসলাম জহিরুল ইসলাম, সজীব আহসান, আযহারুল ইসলাম সুমন, আল মুহাইমিন মুক্তা,জহিরুল ইসলাম জিসান।

যুগ্ম সাধারণ সম্পাদক-হোসাইন আহমেদ সোহান, সৌরভ সিকদার, আব্দুল আলিম খান, সায়মা আক্তার প্রমি, শাহজালাল, তরিকুল ইসলাম, মাহমুদুল হাসান, লাবিবুজ্জামান মুসতাবিন, রফিকুল ইসলাম সবুজ, হাসিবুল হোসেন হাসিব।

সাংগঠনিক সম্পাদক-এস এম মেহেদী হাসান শিমুল, শামসুল আরেফিন রিয়েল, সিরাজুল ইসলাম, রাকিব হাসান, মেহেদী হাসান সুমন, শেখ মোহাম্মদ তুনান, ইয়াসিন আরাফাত তূর্য, আবু সায়েম মোহাম্মদ সানাউল্লাহ, সাঈদ হাসান, জহিরুল ইসলাম, তালাশ ইমরান।

প্রচার সম্পাদক- রঞ্জন কুমার বিজয়, উপ-প্রচার সম্পাদক মাহফুজ হোসেন হিমু, যুবায়ের আহম্মেদ, জয় মাতব্বর, মহসিন আলম তালুকদার, মেজবাউল ইসলাম মিসুক, আছির মুরাদ তালুকদার, দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলামপন্থ উপ দপ্তর সম্পাদক মিঠু ঘোষ, আমিরুজ্জামান পিয়াল, পিএম তারুণ্য অপু, মেহেদী হাসান।

গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আকিব মোঃ ফুয়াদ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিনুজ্জামান, নাজমুস সায়াদাত লিমন, সানজিদা জেরিন, সোহাগ রানা, সাংস্কৃতিক সম্পাদক বিবেকানন্দ দাস, উপ-সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন খান মুন্না, আব্দুর রহমান বিশ্বাস, প্রমা দেবনাথ, জান্নাতুল ফেরদৌসি, শিবলী হাসান, সানজিদা শাহানাজ শমির্।

শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এম ইবনুল হাসান, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোঃ বাঁধন, সার্জিল খান, সমাজসেবা সম্পাদক ওয়ালিউল্লাহ রাসু, উপ-সমাজসেবা সম্পাদক সৈকত বড়–য়া, ফাহাদ বিন আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক এনাম হাসান, উপ ক্রীড়া সম্পাদক শ্রী কৃষ্ণ সরকার, আরিফুর রহমান তুহিন, মইনুল হাসান, জীবন চন্দ্র রায়, শাফায়াত জামিল, গাজী রাশেদ শাহরিয়ার, পাঠাগার সম্পাদক রাজু আহমেদ।

উপ-পাঠাগার সম্পাদক আতিক ইসলাম রানাফ, মেহেদী হাসান শান্ত, আব্দুল্লাহ আল নোমান, আব্দুর রশিদ মোল্লা, মোল্লা তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান বাবু, উপ তথ্য ও গবেষণা সম্পাদক তানজিম আহমেদ, সৈয়দ হাজ্জাজবিন রাজ, আবু মুসা শুভ, ইয়াসমিন আল মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক আল ফাতুন, পূজা মহন্ত, কবিতা জামান।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাকর বাওয়ালি, সাদিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সুজন হোসেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অর্জুন কুমার দত্ত, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফারজানা রুমি, শাহরিয়ার নাজিম রাসেল, তরিকুল ইসলাম তারেক, অর্থ সম্পাদক রাব্বিন হাসান খান, উপ অর্থ সম্পাদক ইশতিয়াক উদ্দিন, হৃদয় সাজ্জাদ হোসেন খান।

আইন সম্পাদক সম্পাদক সুমাইয়া সিদ্দিকা গুহহা, উপ-সম্পাদক ইমাম মেহেদী, মুসাব্বির হোসেন রাফি, পরিবেশ সম্পাদক তানজীদ হোসেন তামিম, উপ-পরিবেশ সম্পাদক জুয়েল ইসলাম, প্রকাশ কুমার সরকার, পার্থসারথি দেবনাথ, রাকিব রানা, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তালুকদার রুবেল, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জানে আলম জনি, রিফাতুল ইসলাম রিফাত।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, রাহুল উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, সাদ মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক রেদওয়ান সাব্বির রিয়াদ, উপ ধর্মবিষয়ক বিষয়ক সম্পাদক আশীষ হালদার, মাসুক বিল্লাহ মুজাহিদ, গণশিক্ষা সম্পাদক হৃদয় হাসান শোহাগ, উপ গণশিক্ষা সম্পাদক আজহার উদ্দিন রাসেল, মাসুম বিল্লাহ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শোভণ সাহা।

উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক কিবরিয়ার নিলয়, জিয়াউর রহমান, সাহিত্য সম্পাদক এস এম রাকিব সিরাজী, সাহিত্য সম্পাদক খাতুন কবির অয়ন, মোস্তফা কামাল রনি, আসিফুল ইসলাম, আহসান আল কদর শুভ, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সাকিব আল হাসান, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাকসুদুল হক আকাশ, তরিকুল ইসলাম।

মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম তুহিন, উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোস্তাকিম খান, নাজমুল হাসান রুপু, মোহাম্মদ আব্দুল্লাহ, আপ্যায়ন সম্পাদক পিনাক পাল উপ-আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক পিয়াস, সৈয়দ আবু হুরাইয়া আদর, রাজীব সরকার আকাশ, রাহুল মজুমদার, ছাত্রবৃত্তি সম্পাদক শেখ আরিফিন ইমরোজ, উপ ছাত্রবৃত্তি সম্পাদক সোহেল হাজারী, আজিম আনোয়ার রাজীব।

মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মুবিন ইবনে হাসান, উপ মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক সুদীপ্ত রায় শুভ, বাপ্পারাজ, আবু জাফর সবুজ, সেলিম রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশফাক আম্মেদ, উপ-আন্তজাতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, শাহ আরমান ফকির, আফজাল খান, সারিমা তানজিম অর্নি, নাট্য বিতর্ক সম্পাদক শাহনাজ ফেরদৌস মৌ, মাসুদুল করিম, এমদাদুল হক চঞ্চল, কর্মসূচির পরিকল্পনা সম্পাদক শরিফুল ইসলাম, উপ কর্মসূচির পরিকল্পনা সম্পাদক তৌফিক হাসান মেহেদী, আল আমিন ভূইয়া।

স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক নোমান খান, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদি হাসান কিরণম, সিফাত আল মুস্তাহিদ, সহ সম্পাদক নাকিব হোসেন, মজনু আলম, সোহাগ মিয়া, হোসেন জান্নাতুল তানভি, মাহবুব আলম লিমন, মাকসুদুর রহমান মিথুন সানোয়ার হোসেন, মেহেদী হাসান, নেছার আহমেদ খান তাসিন, এজে সেলিম, আসিফুর রহমান আসিফ, অলিউর রহমান, রাশেদুল রাশেদুল আলম নোমান, লামিয়া আক্তার, জাহিদ আলম, আগুন ধর, রফি মোহাম্মদ জায়েদ, এস এম বাপ্পি সুজন ওয়াসিম ইফতেখার হোসেন চৌধুরী, শেখ আবদুল মহাইমিন তনয়, নাজিম আল দ্বীন, আরাফাত হোসেন চৌধুরী, খালেদ হাসান রাহাত, প্রিয়াঙ্কা দে, এস এম রফিউজ্জামান রাফি, নোয়াইসিং মারমা, আসফাক ফেরদৌস, কাজী সুমন, এমদাদুল কাদের শায়ন, রাইসা নাছের, সাইদুল ইসলাম বাদল, রাজিব ঘোষ, সাইদুজ্জামান সোহাগ

গত বছরের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। ৩১ জুলাই কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সনজিতকে সভাপতি ও সাদ্দামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আরআর