Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

শিক্ষকরা বোনাস পাবেন কবে, জানালেন অধিদপ্তরের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২০, ২০২০, ০২:২৬ পিএম


শিক্ষকরা বোনাস পাবেন কবে, জানালেন অধিদপ্তরের পরিচালক

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ‌্যাকাউন্টে শিগগিরই ঈদ বোনাস পাঠানো হবে।

সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, দু-এক দিনের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ব্যাংকে পাঠানো হবে। গত বৃহস্পতিবার বোনাস সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামীকাল তা অনুমোদন হওয়ার কথা রয়েছে। অনুমোদন পেলে এক দিনের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে বোনাসের টাকা তুলতে পারবেন।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ছাড়া হয়েছে গত ১৩ জুলাই। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

সোমবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

তবে এ বিষয়ে নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষকরা। তাদের দাবি, সরকারি শিক্ষকদের মতো তাদেরও মাস শেষে বেতন দিতে হবে। পাশাপাশি শতভাগ ঈদ বোনাস দিতে হবে।

আমারসংবাদ/কেএস