Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

সেপ্টেম্বরে স্কুল খুললে নতুন পদ্ধতিতে পিইসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২০, ০৮:৩৬ এএম


সেপ্টেম্বরে স্কুল খুললে নতুন পদ্ধতিতে পিইসি পরীক্ষা

আগামী সেপ্টেম্বর মাসে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা নেয়া হবে। আর নভেম্বর মাসে স্কুল খুললে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে।

বুধবার (১২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। অক্টোবর-নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা এমসিকিউ ৫০ নম্বরের ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে।

ডিসেম্বরে খুললে অটোপাশের পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাব প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, সাধারণত নভেম্বরে পিইসি, জেএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর পিইসিতে প্রায় ৩০ লাখ এবং জেএসসিতে প্রায় ২৫ লাখ শিক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

আমারসংবাদ/এআই