শিক্ষা ডেস্ক
অক্টোবর ৩, ২০২০, ০৪:৫৪ এএম
প্রশ্ন : কম্পিউটার আবিষ্কার করেন কে ?
উত্তর : চার্লজ ব্যাবেজ।
প্রশ্ন : আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন কে ?
উত্তর : হাওয়ার্ড আইকেন।
প্রশ্ন : টেলিভিশন আবিষ্কার করেন কে ?
উত্তর : জন লজি বেয়ার্ড।
প্রশ্ন : চলচ্চিত্র আবিষ্কার করেন কে ?
উত্তর : টমাস আলভা এডিসন।
প্রশ্ন : টেলিগ্রাম আবিষ্কার করেন কে ?
উত্তর : এফ. বি. মাের্স।
প্রশ্ন : টেলিফোন আবিষ্কার করেন কে ?
উত্তর : আলেকজান্ডার গ্রাহামবেল।
প্রশ্ন : টেলিস্কোপ আবিষ্কার করেন কে ?
উত্তর : গ্যালিলিও।
প্রশ্ন : ডিনামাইট আবিষ্কার করেন কে ?
উত্তর : আলফ্রেড নােবেল।
প্রশ্ন : ফনােগ্রাফ আবিষ্কার করেন কে ?
উত্তর : টমাস আলভা এডিসন।
প্রশ্ন : বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন কে ?
উত্তর : জেমস ওয়াট।
প্রশ্ন : বেতার যন্ত্র রেডিও আবিষ্কার করেন কে ?
উত্তর : মার্কনী।
প্রশ্ন : বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে ?
উত্তর : টমাস আলভা এডিসন।
প্রশ্ন : অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে ?
উত্তর : লিউয়েন হুক।
প্রশ্ন : উড়ােজাহাজ আবিষ্কার করেন কে ?
উত্তর : রাইট ভ্রাতৃদ্বয়।
প্রশ্ন : এক্স রে আবিষ্কার করেন কে ?
উত্তর : রন্টজেন।
প্রশ্ন : পারমাণবিক বােমা আবিষ্কার করেন কে ?
উত্তর : ওপেন হেইমার।
প্রশ্ন : ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিষ্কার করেন কে ?
উত্তর : জে এস কেলবি।
প্রশ্ন : রেডন আবিষ্কার করেন কে ?
উত্তর : ডর্ন।
প্রশ্ন : রাডার আবিষ্কার করেন কে ?
উত্তর : এ,এইচ টেইলর ও লিও।
প্রশ্ন : রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে ?
উত্তর : জেমস হ্যারিসন।
প্রশ্ন : ডায়নামাে আবিষ্কার করেন কে ?
উত্তর : মাইকেল ফ্যারাডে।
প্রশ্ন : ফিশন আবিষ্কার করেন কে ?
উত্তর : অটোহান।
প্রশ্ন : মাইক্রোফোন আবিষ্কার করেন কে ?
উত্তর : গ্রাহামবেল।
প্রশ্ন : রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন কে ?
উত্তর : স্টিফেনসন।
প্রশ্ন : তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে ?
উত্তর : বেকরেল।
প্রশ্ন : রেডিয়াম আবিষ্কার করেন কে ?
উত্তর : মাদাম কুরী।
প্রশ্ন : লেজার রশ্মি আবিষ্কার করেন কে ?
উত্তর : মাইম্যান।
প্রশ্ন : প্লবতা আবিষ্কার করেন কে ?
উত্তর : আর্কিমিডিস।
প্রশ্ন : মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে ?
উত্তর : নিউটন।
প্রশ্ন : পলিগ্রাফ আবিষ্কার করেন কে ?
উত্তর : জন অগাস্টাস লারসন।