Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫,

সাধারণ জ্ঞান : এশিয়া মহাদেশ সম্পর্কিত জানা অজানা তথ্য (৯ম পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ৫, ২০২০, ০৭:১০ এএম


সাধারণ জ্ঞান : এশিয়া মহাদেশ সম্পর্কিত জানা অজানা তথ্য (৯ম পর্ব)

প্রশ্ন : ম্যাকাওয়ে কবে থেকে এক দেশ দুই নীতি চালু হয় ?
উত্তর : ১৯৯৯ সাল।

প্রশ্ন : ফালুন গং কি ?
উত্তর : চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশের ?
উত্তর : চীন।

প্রশ্ন : কোন দেশকে সূর্যোদয় ও ভূমিকম্পের দেশ বলা হয় ?
উত্তর : জাপানকে।

প্রশ্ন : জাপান সম্রাটের উপাধি কি ?
উত্তর : মিকার্ডো।

প্রশ্ন : কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় ?
উত্তর : জাপান।

প্রশ্ন : প্রাচ্যের দেশগুলাের মধ্যে কোন দেশে প্রথম সূর্য উদিত হয় ?
উত্তর : জাপানে।

প্রশ্ন : জাপান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পার্ল হার্বার আক্রমণ করে কবে ?
উত্তর : ৭ ডিসেম্বর, ১৯৪১ সাল।

প্রশ্ন : পার্ল হার্বার কোথায় অবস্থিত ?
উত্তর : হাওয়াই।

প্রশ্ন : ১৯৪৫ খ্রিস্টাব্দের ৬ আগস্ট জাপানে প্রথম যে আণবিক বোমা ফেলা হয় তার নাম কি ?
উত্তর : লিটলবয়।

প্রশ্ন : ১৯৪৫ খ্রিস্টাব্দের ৯ আগস্ট জাপানে দ্বিতীয় যে আণবিক বোমা ফেলা হয় তার নাম কি ?
উত্তর : ফ্যাট ম্যান।

প্রশ্ন : ‘স্টাচু অব পিস' কোথায় অবস্থিত ?
উত্তর : নাগাসাকি, জাপান।

প্রশ্ন : ‘কর্নারস্টোন অব পিস' স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত ?
উত্তর : ওয়াকিনাওয়া, জাপান।

প্রশ্ন : কোন স্মৃতিস্তম্ভে ২য় বিশ্বযুদ্ধে ওয়াকিনাওয়া যুদ্ধে নিহত ২৪০০০০ মানুষের নাম লেখা হয়েছে?
উত্তর : কর্নারস্টোন অব পিস।

প্রশ্ন : জাপান কবে কোরিয়া দখল করে নেয় ?
উত্তর : ১৯০৫ সালে।

প্রশ্ন : দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ সংঘটিত হয় কবে ?
উত্তর : ৭ জুলাই, ১৯৩৭ - ২ সেপ্টেম্বর, ১৯৪৫।

প্রশ্ন : কোরীয় যুদ্ধ সংঘটিত হয় কবে ?
উত্তর : ২৫ জুন, ১৯৫০ - ২৭ জুলাই, ১৯৫৩।

প্রশ্ন : বিতর্কিত শাখালিন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত ?
উত্তর : জাপানের উত্তরে।

প্রশ্ন : শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে কোন দেশের মধ্যে বিরােধ রয়েছে ?
উত্তর : রাশিয়া ও জাপান।

প্রশ্ন : বর্তমানে শাখালিন দ্বীপপুঞ্জ কার অধীনে রয়েছে ?
উত্তর : রাশিয়া।