Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মহাসাগর-সাগর-উপসাগর-নদী-হৃদ সম্পর্কিত অজানা তথ্য

শিক্ষা ডেস্ক

অক্টোবর ১৪, ২০২০, ০১:০৫ পিএম


মহাসাগর-সাগর-উপসাগর-নদী-হৃদ সম্পর্কিত অজানা তথ্য

প্রশ্ন : বিস্তীর্ণ বিশাল জলরাশিকে কি বলে ?
উত্তর : মহাসাগর।

প্রশ্ন : পৃথিবীতে মােট কতটি মহাসাগর আছে ?
উত্তর : ৫টি।

প্রশ্ন : মহাসাগরের চেয়ে আয়তনে ছােট পানি রাশিকে কি বলে ?
উত্তর : সাগর।

প্রশ্ন : তিন দিক স্থল দ্বারা বেষ্টিত পানি রাশিকে কি বলে ?
উত্তর : উপসাগর ।

প্রশ্ন : চারদিকে স্থল দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে কি বলে ?
উত্তর : হ্রদ।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?
উত্তর : প্রশান্ত মহাসাগর ।

প্রশ্ন : বৃহদাকার ত্রিভুজের মতাে আকৃতি কোন মহাসাগরের ?
উত্তর : প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন : পৃথিবীর গভীরতম স্থান কোনটি ?
উত্তর : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।

প্রশ্ন : গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?
উত্তর : প্রশান্ত মহাসাগরে ।

প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি ?
উত্তর : আটলান্টিক মহাসাগর।

প্রশ্ন : আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি ?
উত্তর : দক্ষিণ মহাসাগর ।

প্রশ্ন : ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি কোথায় ?
উত্তর : উত্তর মহাসাগরে।

প্রশ্ন : ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা কত ?
উত্তর : ৭৪৫৫ মি.।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি ?
উত্তর : দক্ষিণ চীন সাগর।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি ?
উত্তর : মেক্সিকো উপসাগর ।

প্রশ্ন : কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত ?
উত্তর : পারস্য উপসাগর।

প্রশ্ন : এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন সাগর ?
উত্তর : লােহিত সাগর।

প্রশ্ন : ‘ডেড সি’ বা মৃত সাগর কোথায় অবস্থিত ?
উত্তর : জর্ডানে।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর কোনটি ?
উত্তর : ক্যারিবিয়ান সাগর (৭২৩৯ মিটার)।

প্রশ্ন : আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি ?
উত্তর : নীলনদ।

প্রশ্ন : ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী ?
উত্তর : নীলনদ; এর দৈর্ঘ্য ৬৬৫০ কি. মি.।

প্রশ্ন : নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?
উত্তর : ভূমধ্যসাগরে।

প্রশ্ন : কোন নদীতে মাছ হয় না ?
উত্তর : জর্ডান।

প্রশ্ন : ভলগা নদী কোথায় অবস্থিত ?
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : আমাজন।

প্রশ্ন : আমাজান নদীর অববাহিকার বনভূমি কোনটি ?
উত্তর : সেলভা বনভূমি।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম (প্রশস্ততম) নদী কোনটি ?
উত্তর : আমাজান।

প্রশ্ন : আমাজান নদী কোথায় পতিত হয়েছে ?
উত্তর : আটলান্টিক মহাসাগরে।

প্রশ্ন : দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : আমাজান।

প্রশ্ন : আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তর : পামীর মালভূমি।

প্রশ্ন : ‘মিসিসিপি’ কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর : আমেরিকা।

প্রশ্ন : টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি ?
উত্তর : দজলা ও ফোরাত।

প্রশ্ন : শাত-ইল-আরব কোথায় অবস্থিত ?
উত্তর : দজলা ও ফোরাতকেন্দ্রিক।

প্রশ্ন : টাইগ্রিস নদী কোথায় পতিত হয়েছে ?
উত্তর : পারস্য উপসাগরে।

প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি ?
উত্তর : ডি রিভার (যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন : আন্তর্জাতিক নদী বলা হয় কোনটিকে ?
উত্তর : দানিয়ুব নদীকে (২৮৪২ কি. মি.)।

প্রশ্ন : পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উত্তর : বৈকাল হ্রদ।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
উত্তর : কাস্পিয়ান সাগর।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর : এশিয়া।

প্রশ্ন : সুপিরিয়র, মিসিগান, হুবরন, ইরি, অন্টারিড এই পাঁচটি হ্রদকে একত্রে কি বলে ?
উত্তর : গ্রেট লেকস (যুক্তরাষ্ট্রে)।