Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (৪র্থ পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ১৮, ২০২০, ০৮:১১ এএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (৪র্থ পর্ব)

প্রশ্ন : হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তর : ভারত ও নেপাল।

প্রশ্ন : কোন দুই দেশের মধ্যে লাদাখ নিয়ে বিরােধ রয়েছে?
উত্তর : ভারত ও চীন

প্রশ্ন : কোনটি ভারতের সীমানায় অবস্থিত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ?
উত্তর : লাদাখ।

প্রশ্ন : ভারত ও নেপালের মধ্যকার অমীমাংসিত সীমানা কোনটি ?
উত্তর : কালাপানি।

প্রশ্ন : লাল করিডাের কোথায় অবস্থিত ?
উত্তর : ভারতে।

প্রশ্ন : ঐতিহাসিক বাবরি মসজিদের অবস্থান ছিল কোথায় ?
উত্তর : ভারতের উত্তর প্রদেশে।

প্রশ্ন : আলীগড় কোথায় অবস্থিত ?
উত্তর : ভারতের উত্তর প্রদেশে।

প্রশ্ন : ডােকলাম সীমান্ত অঞ্চল কোথায় অবস্থিত ?
উত্তর : চীন ও ভুটান সীমান্তে।

প্রশ্ন : অজন্তা ও ইলােরা গুহাদ্বয় কোথায় অবস্থিত ?
উত্তর : ভারতের মহারাষ্ট্র প্রদেশে।

প্রশ্ন : পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় কবে ?
উত্তর : ৭ অক্টোবর, ১৯৫৮।

প্রশ্ন : পাকিস্তানের পারমাণবিক বােমার জনক কে ?
উত্তর : কাদির খান।

প্রশ্ন : পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি ?
উত্তর : রেঞ্জার্স।

প্রশ্ন : পাকিস্তানের গােয়েন্দা সংস্থার নাম কি ?
উত্তর : আইএসআই।

প্রশ্ন : কোন দেশ মেমােগেট কেলেঙ্কারির সাথে জড়িত ?
উত্তর : পাকিস্তান।

প্রশ্ন : ভারতবর্ষের প্রথম ফিল্ড মার্শাল কে ?
উত্তর : আইয়ুব খান।

প্রশ্ন : ‘মুসা কালা’ শহর কোথায় অবস্থিত ?
উত্তর : আফগানিস্তানে।

প্রশ্ন : শ্রীলংকার প্রাচীন রাজধানীর নাম কি ?
উত্তর : ক্যান্ডি।

প্রশ্ন : মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ কোথায় অবস্থিত ?
উত্তর : শ্রীলংকা।

প্রশ্ন : এডামস পিক কোথায় অবস্থিত ?
উত্তর : শ্রীলংকা।

প্রশ্ন : শ্রীলংকার প্রেসিডেন্টের সরকারি বাসবভনের নাম কি ?
উত্তর : টেম্পল ট্রি।