Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (দশম পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ২১, ২০২০, ০৬:৫১ এএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (দশম পর্ব)

প্রশ্ন : আফ্রিকা ও পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ?
উত্তর : আল আজিজিয়া।

প্রশ্ন : আফ্রিকা ও পৃথিবীর উষ্ণতম স্থান আল আজিজিয়ার সর্বোচ্চ তাপমাত্রা কত ?
উত্তর : ৫৮° সে.।

প্রশ্ন : আফ্রিকা ও পৃথিবীর উষ্ণতম স্থান আল আজিজিয়ার অবস্থান কোথায় ?
উত্তর : লিবিয়া।

প্রশ্ন : সিয়েরা লিওন শব্দের অর্থ কি ?
উত্তর : সিংহের পর্বত।

প্রশ্ন : আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : আলজেরিয়া।

প্রশ্ন : আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তর : সিসেলিস।

প্রশ্ন : জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : নাইজেরিয়া।

প্রশ্ন : আফ্রিকার তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : নীলনদ (৬৬৬৯ কি. মি. যা ১১টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে)।

প্রশ্ন : নীলনদের উৎপত্তি কোথায় ?
উত্তর : ভিক্টোরিয়া হ্রদ।

প্রশ্ন : নীলনদ কোথায় পতিত হয়েছে ?
উত্তর : ভূ-মধ্যসাগর।

প্রশ্ন : আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি ?
উত্তর : ভিক্টোরিয়া হ্রদ।

প্রশ্ন : আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তর : কিলিমানজারাে (১৯৩৪ ফুট)।

প্রশ্ন : আফ্রিকা তথা পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?
উত্তর : সাহারা মরুভূমি।

প্রশ্ন : আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় ?
উত্তর : সাহেল নামে।

প্রশ্ন : আফ্রিকার দুটি বিখ্যাত জলপ্রপাত
উত্তর : স্টানলি ও লিভিংস্টোন।

প্রশ্ন : আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোনটি ?
উত্তর : বিষুব রেখা।

প্রশ্ন : আফ্রিকা মহাদেশের উত্তর ও দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোনটি ?
উত্তর : কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা।

প্রশ্ন : বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কোন মহাদেশকে ?
উত্তর : আফ্রিকা মহাদেশকে।

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি হীরা উত্তোলিত হয় কোথায় ?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন : আফ্রিকার দুঃখ বলা হয় কোনটিকে ?
উত্তর : জাতিগত বিভেদকে।