Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (একাদশ পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ২৭, ২০২০, ০৯:২৩ এএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (একাদশ পর্ব)

প্রশ্ন : ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত ?
উত্তর : কায়রাে, মিশর।

প্রশ্ন : ‘দারফুর’ কোথায় অবস্থিত ?
উত্তর : সুদান।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার প্রধান সমস্যা কি ?
উত্তর : বর্ণবাদ।

প্রশ্ন : পৃথিবীর বিখ্যাত স্বর্ণখনি জোহানেসবার্গ কোথায় অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় হীরক খনি ‘কিম্বালী’ কোথায় অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন : কেপ অব গুড হােপ বা উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন : কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ কোনটি ?
উত্তর : ইথিওপিয়া।

প্রশ্ন : সুয়েজখাল খনন করা হয় কবে ?
উত্তর : ১৮৬৯ সালে।

প্রশ্ন : সুয়েজখাল জাতীয়করণ করা হয় কবে ?
উত্তর : ১৯৫৬ সালে।

প্রশ্ন : আফ্রিকা ও ইউরােপ মহাদেশ কি দ্বারা বিভক্ত ?
উত্তর : জিব্রাল্টার প্রণালী।

প্রশ্ন : পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি ?
উত্তর : উত্তর আমেরিকা।

প্রশ্ন : উত্তর আমেরিকা মহাদেশ দেখতে কেমন ?
উত্তর : ত্রিভুজাকৃতি।

প্রশ্ন : অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা দেশটি কি দিয়ে গঠিত ?
উত্তর : ৩টি দ্বীপ নিয়ে (অ্যান্টিগুয়া, বারমুডা ও রেডােভা)।

প্রশ্ন : আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : কানাডা (অঙ্গরাজ্য ১২টি)।

প্রশ্ন : জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
উত্তর : গ্রীনল্যান্ড।

প্রশ্ন : উত্তর আমেরিকার বৃহত্তম উপসাগর কোনটি ?
উত্তর : মেক্সিকো উপসাগর।

প্রশ্ন : উত্তর আমেরিকার আদিম অধিবাসীদের কি বলা হয় ?
উত্তর : রেড ইন্ডিয়ান।

প্রশ্ন : উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি ?
উত্তর : নায়াগ্রা।

প্রশ্ন : উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তর : বেরিং প্রণালী।