Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ইউজিসি প্রফেসর হলেন অধ্যাপক হাসিনা খান

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৭, ২০২০, ০৯:২০ এএম


ইউজিসি প্রফেসর হলেন অধ্যাপক হাসিনা খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খানকে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নির্বাচিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ইউজিসি প্রফেসর নির্বাচন কমিটির সভায় তাকে আগামী দুই বছরের জন্য ওই পদে মনোনীত করা হয়। যোগদানের তারিখ থেকে তার মেয়াদকাল শুরু হবে।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ইউজিসি প্রফেসরশিপ প্রবর্তনের পর ওই পদে দ্বিতীয়বারের মত একজন নারী গবেষককে মনোনয়ন দেয়া হলো। স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান ইলিশের ও পাটের জিন বিন্যাস উন্মোচনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী, অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ইউজিসি প্রফেসরশিপ দেয়া হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ইউজিসি প্রফেসরদেরও সেই সুযোগ-সুবিধা দেয়া হয়।

ইউজিসি প্রফেসররা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। অধ্যাপক হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।

আমারসংবাদ/এআই