Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কুবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের মতবিনিময়

কুবি প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২০, ১২:৫৫ পিএম


কুবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের মতবিনিময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের (বাআবিঅফ) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স  অ্যাসোসিয়েশন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে নেতৃবৃন্দরা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন, কর্মকর্তাদের প্রারম্ভিক বেতনস্কেল পূণর্নির্ধারণ, দপ্তর প্রধানসহ সকল নন-টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলকরণ, কর্মকর্তাদের অবসরগ্রহণের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, দ্রুততম সময়ের মধ্যে ৪% সরল সুদে কর্পোরেট ঋণ প্রদান, সিন্ডিকেট-সিনেট-রিজেন্ট বোর্ডের সভায় কর্মকর্তাদের প্রতিনিধি নিশ্চিতকরণ, কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলকরণ, উচ্চশিক্ষার জন্য প্রণীত নীতিমালা বাস্তবায়নকরণ এবং অতীত চাকুরিকালের অভিজ্ঞতা গণনা বাস্তবায়নকরণ প্রভৃতি বিষয়ে বিশ্ববিদ্যালয়সমূহের প্রশাসনের কাছে দাবি পেশ করার আহবান জানান।

সভায় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জিনাত আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান। বিশেষ অতিথি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দ।

পরে ফেডারেশনের নেতৃবৃন্দদেরকে অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আমারসংবাদ/কেএস