Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বেরোবি ভিসিকে ক্যাম্পাসে আসার দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২১, ০৯:০৫ এএম


বেরোবি ভিসিকে ক্যাম্পাসে আসার দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে আসার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে উপ-উপাচার্য সরিফা সালায়া ডিনা এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আর এম হাফিজুর রহমান সেলিমকে সিন্ডিকেট রুমে আটকে রেখে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থানকারীদের অভিযোগ- ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙ্গে ফেলেছে। দিনের পর দিন মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থেকে একের পর এক বিতর্কিত কর্মকান্ড করেই চলেছেন। তিনি ঢাকাতে থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করছেন। নিয়ম-নীতির কোন তোয়াক্কাই করছেন না তিনি। 

আমরা বারবার তার সাথে সাক্ষাতের চেষ্টা করেও পারিনি। তিনি যেসব সমস্যার সৃষ্টি করেছেন তাকে এসেই সেসব সমস্যার সমাধান করতে হবে। তিনি যতক্ষণ ক্যাম্পাসে আসবেন না আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

আমারসংবাদ/এআই