Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫,

বসুন্ধরা এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২১, ০৬:০৫ এএম


বসুন্ধরা এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে মালয়েশিয়ায় অধ্যায়নরত সাদমান সাকিফ ওরফে রাফি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। 

তিনি (সাদমান সাকিফ ওরফে রাফি) মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে (এপিইউ) পড়াশোনা করছেন।

এ ঘটনায় ভাটারা থানায় জিডি করেছেন সাদমানের মা।

জিডিতে বলা হয়, বুধবার (১৩ জানুয়ারি) সকালে সাদমান কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ রয়েছে।

এই প্রসঙ্গে সাদমানের মা মনোয়ারা হোসেন গণমাধ্যমে জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়া থেকে তার ছেলে ঢাকায় ফিরে আসে। এরপর করোনা পরিস্থিতিতে দেশে আটকা পড়ে। তখন থেকে দেশেই ছিল সাদমান। 

জানা গেছে, সাদমানের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তিন বছর আগে মালয়েশিয়ার এপিইউতে ভর্তি হন তিনি। ঢাকায় তার কোনো বন্ধুবান্ধব নেই। ঢাকার রাস্তাঘাটও ভালোভাবে চেনেন না। তবে মাঝেমধ্যে সাদমান খুব বেশি চিন্তিত থাকতেন। এই কারণে গত নভেম্বর মাসে তার চিকিৎসা করানো হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, সাদমান মালয়েশিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তার বাবাকে টাকা জোগাড় করতে বলেন। এর আগের দিনই তিনি বাসা থেকে বেরিয়ে যান। 

এদিকে সিসিটিভির ফুটেজে ল্যাপটপ ব্যাগ নিয়ে সাদমানকে বের হতে দেখা গেছে। এখন তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আশা করছি শিগগির তার সন্ধান পাওয়া যাবে।

আমারসংবাদ/জেডআই