Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

শিক্ষক নিয়োগ নিয়ে সংসদে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২১, ০৮:৫০ এএম


শিক্ষক নিয়োগ নিয়ে সংসদে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার (২৪ জানুয়ারি) সংসদে জানিয়েছেন, শিগগিরই কারিগরিতে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

সংসদে পরীক্ষা ছাড়াই এইচএসসি অটোপাস সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় সংসদ সদস্যদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে কারিগরিতে কিছু শিক্ষকের যে সংকট তৈরি হয়েছে সেটি দূর হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করা হচ্ছে। শিক্ষক সঙ্কট দূরীকরণে শিগগিরই পিএসসির মাধ্যমে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কোন শ্রেণীতে কতদিন ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী

আমারসংবাদ/জেআই