Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

শেকৃবিতে ২৪ ঘন্টার মধ্য হল ত্যাগের নির্দেশ

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৭:১০ পিএম


শেকৃবিতে ২৪ ঘন্টার মধ্য হল ত্যাগের নির্দেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘন্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) এক জরুরি নোটিশে এ আদেশ জানানো হয়।

নোটিশে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১৮ মার্চ ২০২০ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ রয়েছে।

সম্প্রতি আবাসিক হলে অননুমোদিত কিছু  শিক্ষার্থীর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা সরকারি সিদ্ধান্তের পরিপন্থী। অননুমোদিতভাবে অবস্থানকারী সকল ছাত্র- ছাত্রীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলো।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী আগামী ১৭ মে থেকে আবাসিক হল খোলা এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় চালুর কথা জানিয়েছেন।

আমারসংবাদ/এআই