Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ঢাবির হলের তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ

শিক্ষা ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১১:২৫ এএম


ঢাবির হলের তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ

করোনা মহামারির কারণে বন্ধ থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের তালা ভেঙে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা অমর একুশে হলে প্রবেশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা জানান, হল খুলে দেওয়ার দাবিতে সোমবার বিকালে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিলো। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই সকালে তারা হলে প্রবেশ করে।

এ বিষয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘আমরা সপ্তাহে দুদিন শিক্ষার্থীদের হলে প্রবেশের সুযোগ দেই। সেজন্য তারা বইপত্র ও কাপড়চোপড় নিতে হলে এসেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে হলে প্রবেশ করেছে এবং শান্তিপূর্ণভাবে হল ত্যাগ করেছে। বর্তমানে হলের ভেতর কোনো শিক্ষার্থী অবস্থান করছে না।’

তবে সরেজমিনে দেখা যায়, প্রায় শতাধিক শিক্ষার্থী এখনো ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনের চত্বরে অবস্থান করছেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ঢাবির সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, তারা দ্রুত হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় আছেন। এক্ষেত্রে তাদের কিছু প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। এসব কাজ শেষ হলে হলগুলো খুলে দেওয়া হবে।

সূত্র: দ্য ডেইলি স্টার


আমারসংবাদ/এমএ