Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সাত কলেজের পরীক্ষা স্থগিত হওয়ায় তিতুমীর কলেজে বিক্ষোভ

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:৪৫ পিএম


 সাত কলেজের পরীক্ষা স্থগিত হওয়ায় তিতুমীর কলেজে বিক্ষোভ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাবি অধিভুক্ত সাত কলেজের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তকে গ্রহণ না করে তাৎক্ষনিক বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি নতুন করে যাতে সেশনজটের সম্মুখীন হতে না হয় চলমান পরীক্ষা গুলো স্থগিত না রাখা।

২৩ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে তিতুমীর কলেজের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সাত কলেজের ২০১৬-১৭ সেশনের চলমান সমাপনী পরীক্ষার দুটি বিষয় ও ১৫-১৬ সেশনের মাত্র একটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে। 

এরমধ্যেই সাত কলেজের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। যার ফলে নতুন করে আবারো তীব্র সেশন জটের মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী দিপু মনি সংবাদ সম্মেলনে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা আগামী  ২৪ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। 

তারপরিপ্রেক্ষিতে আজ সাত কলেজের সমন্বয়কের উপস্থিতিতে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের পরীক্ষা প্রসঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

এবং সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। যার প্রতিবাদের তাৎক্ষনিক সাত কলেজের শিক্ষার্থীর একটা অংশ নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেন।

আমারসংবাদ/এআই