Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

তিতুমীর কলেজের তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৩:১৫ পিএম


তিতুমীর কলেজের তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে সদ্য বিদায়ী তিন শিক্ষক উপাধ্যক্ষ প্রফেসর ড. মোসা. আবেদা সুলতানা, হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আমেনা বেগম ও পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগী প্রধান প্রফেসর ড. রমা বিজয় সরকারকে বিদায় সংবর্ধনা দিয়েছে তিতুমীর কলেজ ২২তম শিক্ষক পরিষদ সম্পাদক।
 
বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন।

এসময় বিদায়ী তিন শিক্ষক ও ২২তম শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সহ তিতুমীর কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা শেষে তিতুমীর কলেজের ২২ তম শিক্ষক পরিষদ এক প্রীতিভোজের আয়োজন করে। 

প্রসঙ্গত, তিতুমীর কলেজের সদ্য বিদায়ী উপাধ্যক্ষ প্রফেসর ড. মোসা আবেদা সুলতানা রাজশাহীর নিউ মডেল কলেজে অধ্যক্ষ হিসেবে, প্রফেসর ড. রমা বিজয় সরকার চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড, সিলেট ও  প্রফেসর আমেনা বেগম কবি নজরুল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। র্দীঘদিন যাবৎ সুনামের সাথে বিদায়ী তিন শিক্ষক শিক্ষকতা করেছেন।

এতে আরো উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক-জুয়েল মোড়ল।

আমারসংবাদ/এমএ