Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রাবি ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল কখন?

মুজাহিদ হোসেন, রাবি

মার্চ ২২, ২০২১, ১২:০০ পিএম


রাবি ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল কখন?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের ফল সোমবার (২২ মার্চ) রাতে প্রকাশিত হবে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।  

প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটা সহ সর্বোচ্চ ৪৫ হাজার (পঁয়তাল্লিশ হাজার) আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আমার সংবাদকে বলেন, সোমবার (২২ মার্চ) রাতের মধ্যে প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে। এ আবেদনের ভিত্তিতে যারা মনোনিত হবে তারাই কেবল চূড়ান্ত আবেদন করতে পারবে।  

এর আগে গেলো বৃহস্পতিবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের মেয়াদ শেষ হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১২ টা পর্যন্ত মোট তিনটি ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর। 

চলতি বছর রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট তিন ইউনিটে প্রাথমিক আবেদন করেছে ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

এর মধ্যে মানবিক বিভাগে (এ ইউনিট) ১ লাখ ১৬ হাজার ২'শ ১৮ জন, ব্যবসা বিভাগে (বি ইউনিট) ৬৮ হাজার ৬'শ ১৮ জন এবং বিজ্ঞান বিভাগে (সি ইউনিট) ১ লাখ ২০ হাজার ১'শ ৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর  admission মেন্যু তেও দেখা যাবে।

আমারসংবাদ/এআই