Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

তিতুমীর কলেজে স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপন

মার্চ ২৬, ২০২১, ০১:৫৫ পিএম


তিতুমীর কলেজে স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপন

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো রাজধানীর সরকারি তিতুমীর কলেজ। 

শুক্রবার (২৬ মার্চ) উপলক্ষে তিতুমীর কলেজে ভার্চুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও কলেজটিতে নানান কর্মসূচি গ্রহণ করা হয়।

সকালে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে কলেজের বিজ্ঞান ভবনের নিচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ হোসেন, উপাধ্যক্ষ মোসা. তালাত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক এস.এম. কামাল উদ্দিন হায়দার সহ সকল বিভাগের বিভাগীয় প্রধাগণ।

এর আগে তিতুমীর কলেজে ২৫ মার্চ রাতে গণহত্যা দিবসে তিতুমীর কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। ২৬ মার্চ সকালে তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। 

২৬ মার্চ উপলক্ষে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বাদ জোহর কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আমারসংবাদ/এএসএম