Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

লকডাউনেও চলবে জবির জরুরি দপ্তরগুলো

আসলাম হোসেন, জবি প্রতিনিধি  

এপ্রিল ৫, ২০২১, ১২:২৫ পিএম


লকডাউনেও চলবে জবির জরুরি দপ্তরগুলো

করোনাভাইরাসের পরিস্থিতিতে সরকার কর্তৃক গৃহীত আগামী সাতদিনের লকডাউনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চালু থাকবে জরুরি দপ্তর ও জরুরি কাজে নিয়োজিত জনবল। এছাড়া বন্ধ থাকবে সব বিভাগ ও দপ্তর।

রবিবার (৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান সাক্ষরিত এক জরুরি বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরি দপ্তর ও জরুরি কাজে (যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, জরুরি গবেষণা ইত্যাদি) নিয়োজিত জনবল ছাড়া সব বিভাগ/দপ্তর বন্ধ থাকবে।

তবে উপাচার্যের দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রষ্টর দপ্তর সীমিত জনবল দ্বারা সীমিত আকারে চালু থাকবে এবং সব ধরনের অনলাইন কার্যক্রম চালু থাকবে। এছাড়া সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশ প্রতিপালিত হবে।

আমারসংবাদ/এমএস