করোনা: আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
সোমবার (৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সার্বিক কার্যাবলি- চলাচলে সরকারের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে
উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
আমারসংবাদ/এআই